বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল গতবছরে যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৮৫ কোটি ৭২ লাখ টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ১৬৫ জন চোরাকারবারীকে ধরা হয়েছে।
আটক হয়েছে ২৩ কেজি স্বর্ন, ৭০ কেজি ৫০০ গ্রাম রোপ্য,আগ্নেয়াস্ত্র ২টি, ১০০ রাউন্ড গুলি, ৪০ হাজার ইউএস ডলার,১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল,বিভিন্ন প্রকারের মাদক ২৬৭৪ বোতল, হেরোইন ৫০০ গ্রাম, ইয়াবা ৪০২৭ পিচ, ফেনসিডিল ১২৬০ বোতল, গাজা ৩৫৯ কেজি ও বিভিন্ন প্রকারের মেডিসিন ৬৬ হাজার ১৪৭ পিচ।
বৃহস্পতিবার বিকালে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লা সিদ্দিকী এসব তথ্য জানান।
এসব বিজিবি অধিনায়ক বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ করতে গোপালগঞ্জ,নড়াইল ও যশোর জেলার ১৬ টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে সীমান্তবর্তী ২টি উপজেলায় বিজিবি একক ভাবে এবং অনান্য উপজেলায় সেনাবাহিনী,পুলিশ, র্্যাব ও আনসার সদস্যদের সাথে যৌথ ভাবে দায়িত্ব পালন করবে। সংবাদ সম্মেলনে চোরাচালান প্রতিরোধে সহযোগীতার জন্য সীমান্তবাসী ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা শিকার করেন।















