চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচন ও গণভোট উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার
দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। চৌগাছার বিভিন্ন
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা,
সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশিল সমাজের
নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায়
প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক
হাসান। এ সময় তিনি বলেন, ২৪ এর জুলাই বিপ্লবের পর আগামী ১২
ফের্রুয়ারী দেশে প্রথমবারের মত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে
যাচ্ছে। সংসদ নির্বাচনের সাথে একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। যে
ভোট জাতীর জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সংসদ
নির্বাচনের দিনে দুটি করে ব্যালট দিবে। একটি জনপ্রতিনিধি
নির্বাচনে ও অপরটি গণভোটের জন্য। এখনও অনেকেই গণভোট সম্পর্কে
অসচেতন। তাই আপনাদের মাধ্যমে সরকারের এই ম্যাসেস একেবারেই
সাধারণ ভোটারদের মাঝে পৌছাতে হবে। যাতে করে প্রতিটি ভোটার
সেদিনে দুটি করে ভোট দেন সে ব্যাপারে প্রত্যেককে উদ্বুদ্ধ করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যশোরের সহকারী কমিশনার
আরিফ হোসেন।
এ সময় পৌর বিএনরি সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা
জামায়াতের সেক্রেটারী মাওঃ নুরুজ্জামান, সহ সেক্রেটারী মাষ্টার কামাল
আহমেদ, জামায়াত নেতা নুরুল ইসলাম, মাওঃ আলা উদ্দিন, মাওঃ আব্দুল খালেক,
মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু,
শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মুসাব্বির
হুসাইনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন। এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান চৌগাছা থানা ও
উপজেলা ভূমি অফিসে যান এবং সেখানকার সকল কার্যক্রমের খোঁজ খবর
নেন।















