নওয়াপাড়ায় বিদ্যুতের তার চোরচক্র সক্রিয়, উদ্বেগে পৌরবাসী

0
4

মিঠুন দত্ত: অভয়নগর উপজেলার পৌর এলাকার বিভিন্ন স্থানে সম্প্রতি বিদ্যুতের তার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বিশেষ করে গত কয়েকদিন ধরে নওয়াপাড়া পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের খানের গলি , মহিলা কলেজ এলাকায় , গুয়াখোলায় ব্যাংকারের বাড়ি,৪,৫,৭ নম্বর ওয়ার্ড সহ আশপাশের এলাকায় একের পর এক বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটছে।
এতে করে রাতের বেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে অনেক এলাকার মানুষ। বাসাবাড়ির পাশাপাশি দোকানপাট ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়ছে। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।
ভুক্তভোগী মেজবাউদ্দিন হিরোক বলেন,বারবার বিদ্যুতের তার চুরি হচ্ছে। গত ২০ দিনের ব্যবধানে আমার বাসার বৈদ্যুতিক তার ২ বার চুরি হয়েছে।
চুরি হওয়া তার আবার নতুন করে লাগাতে গিয়ে অনেক টাকা খরচ হচ্ছে। সামগ্রিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নাজুক হওয়ার কারণেই
চোরেরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
ভুক্তভোগীরা আর অভিযোগ করে বলেন, সম্প্রতি ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা খানের গলি , মহিলা কলেজ এলাকায় , গুয়াখোলায় ব্যাংকারের বাড়ি,৪,৫,৭ নম্বর ওয়ার্ড সহ আশপাশের এলাকায় একের পর এক বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটছে। এতে করে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছেন। ভুক্তভোগীদের দাবি দ্রুত এসব চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাত্রীকালীন টহল জোরদারসহ কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন পৌরবাসীর ।
এবিষয়ে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন,আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযোগ পেলে তৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি। মামলাও হচ্ছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here