যশোর অফিস : যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি’র উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে ডিসেম্বর ২০২৫ মাসে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্র জানায়, সাধারণ ডায়েরিভুক্ত সর্বমোট ৫৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ও বিকাশের মোট ১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়াও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর ৬টি ইমো আইডি রিকোভারি এবং ১৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। বিভিন্ন থানার নিখোঁজ ব্যক্তি উদ্ধারে সহায়তা দিয়ে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একাধিক ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে থানা পুলিশকে সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।















