ইবি তারুণ্যের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0
5

রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের তথ্যমতে, এসময় সুবিধাবঞ্চিত ১৮০টি পরিবারকে কম্বল, চাদর ও মোজা-এর একটি প্যাকেজ, এবং শিশুদের জন্য হুডি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, তারুণ্যের ২০২৪–২৫ অর্থবছরের সাবেক সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমানসহ সংগঠনটির বর্তমান সভাপতি মুরসালিন ইসলাম তুরাণ, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল প্রমুখ।
শীতবস্ত্র পেয়ে অনুভূতি জানতে চাইলে এক বৃদ্ধা জানান, “এক ছেলে আছে, ভাত দেয় না; খাওয়ারই অনেক কষ্ট হয়ে যায়। শীতের কাপড় কোথায় পাব? এই ছাত্ররা আজ এই চাদর, কম্বল দিয়েছে, এতে আমার অনেক উপকার হয়েছে।”
মন্টু মণ্ডল বলেন, “আমি খুবই গরিব মানুষ। আমি এই ভার্সিটির ভেতর ও আশপাশে অঞ্চলে ভ্যান চালিয়ে খাই। আমার ভিটাবাড়ি কিছুই নাই। আজকে আসছি এখানে সাহায্যের জন্য। এরকম আমাদের পাশে থাকলে আরও ভালো হয়।”
তারুণ্যের বর্তমান সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল বলেন, “তারুণ্য’র একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কুষ্টিয়া, ঝিনাইদহ, পোড়াদহ, শৈলকূপা ও হরিনারায়ণপুরে ৫ টাকা, ১০ টাকা করে অর্থ সংগ্রহ করে আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির বাস্তবায়ন করেছে। আজ শীতার্তদের মুখে যে হাসি দেখেছি এবং তাদের যে অনুভূতি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তা আমাদের মানবিক কার্যক্রম পরিচালনায় আরও বেশি অনুপ্রাণিত করবে বলে আমি মনে করছি।”
সংগঠনটির সভাপতি মুরসালিন ইসলাম বলেন, “আমরা প্রতিবছরই শীতার্তদের মাঝে শীতবস্ত্র দিয়ে থাকি। শীতবস্ত্র বিতরণ তারুণ্যের অন্যান্য কার্যক্রমের মধ্যে অন্যতম। আমরা চেষ্টা করেছি প্রান্তিক মানুষদের কাছে এই শীতে উষ্ণ উপহার পৌঁছে দিতে।”
ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, “তারুণ্যের সদস্যরা নিজেদের পড়ালেখার পাশাপাশি যে উদাত্ত মানবিকতার কাজ করেছে, তা অবশ্যই প্রশংসনীয়।”
উল্লেখ্য, অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত ‘তারুণ্য’ ২০০৯ সাল থেকে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি রক্তদান, ভ্রাম্যমাণ লাইব্রেরি, লিডারশিপ ট্রেনিংসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here