মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুদি দোকানে অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কোটচাঁদপুর শহরের দুধসরা স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা লঙ্ঘনের অভিযোগে রোকনুজ্জামান নামে এক দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ১২ ধারা ভঙ্গের দায়ে তাকে আরও ১ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১০ হাজার টাকা।
উল্লেখ্য, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারায় লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম আমদানি, পরিবহন, মজুদ, বিতরণ, উৎপাদন, শোধন বা মিশ্রণের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন অনুযায়ী এ অপরাধে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার সুব্রত মন্ডলসহ কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ও ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।















