স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারের কাপুড়িয়াপট্টিতে এক রাতে পরপর দুইটি
কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে
সুমাইয়া ক্লথ স্টোর ও আল-আমিন ক্লথ স্টোরে একই কায়দায় চুরি সংঘটিত হয়।
এ ঘটনায় দুই দোকান থেকে মোট ১ লাখ ৯শ’ টাকা লুট হয়েছে। এতে বাজারের
ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সুমাইয়া ক্লথ স্টোরের মালিক হাসান আলী মোল্যা জানান, ‘শনিবার রাতে
বেচাবিক্রি শেষে ক্যাশে নগদ ৬০ হাজার ৯শ’ টাকা রেখে রাত ১০টার দিকে তিনি
দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরদিন রোববার (১৮ জানুয়ারি) সকালে দোকান
খুলতে গিয়ে শাটারের নিচের অংশ ভাঙা দেখতে পান। পরে আশপাশের ব্যবসায়ীদের
সহযোগিতায় দোকান খুলে দেখেন, ক্যাশবাক্সের তালা ভেঙে সব টাকা নিয়ে
গেছে চোরেরা।’
অপরদিকে, আল-আমিন ক্লথ স্টোরের মালিক মতিয়ার রহমান জানান, ‘তার দোকানেরও
শাটার ভেঙে ক্যাশবাক্স থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করা হয়েছে। টাকা ছাড়া
আর কোনো মালামাল নেওয়া হয়েছে কি না, তা পরে নিশ্চিত করা যাবে বলে জানান
তিনি।’
একই রাতে একই পদ্ধতিতে দুই দোকানে চুরির ঘটনায় কাপুড়িয়াপট্টির
ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা দ্রুত চোরচক্রকে আটক এবং ভবিষ্যতে
এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন,
“খবর পাওয়ার পর রোববার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ
পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”















