মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে কালিয়া স্বাস্থ্য কমপ্রেক্সে গেলে দেখা যায় প্রধান সহকারি বড় বাবু গনেশ চন্দ্র মন্ডল নার্সদের ডিউটি রুমে ডিউটি চলাকালিন সময় নার্সদের নিয়ে গানের আসর মিলেয়েছেন।এমনকি তিনি নিজে মোবাইল দেখে দেখে গান গেয়ে শোনাচ্ছেন।আর সেই গান শোনছিলেন কর্তব্যরত নার্সরা ও রোগীর স্বজনরা। অফিস টাইমে এমন কর্মকাণ্ডে বিনোদনে নিজেরা আনন্দ পেলে ও প্রশ্ন উঠেছে সচেতন মহলে।সচেতন মানুষ মনে করেন হসপিটাল কোনো গান বিনোদনের জায়গা না।সেবার জায়গা আর সেই স্থানে গানের আসর ঠিক না।এ ব্যাপারে কর্তৃপক্ষের কাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া জরুরী বলে মনে করেন।
এ বিষয়ে পূর্ব কালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা শাহীদ আলী হসপিটাল কোনো গান বিনোদনের জায়গা না।সেবার জায়গা আর সেই স্থানে গানের আসর ঠিক না।এ ব্যাপারে কর্তৃপক্ষের কাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া জরুরী বলে মনে করেন।
এ বিষয়ে বড় বাবু গনেশ চন্দ্র মন্ডলের বক্তব্য চাইলে তিনি গান গাওয়ার বিষয়টি প্রথমে অস্বিকার করেন।পরে তিনি স্বিকার করে ভুল হয়েছে বলে জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ সোয়াইব বলেন, এ বিষয়ে তাকে মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে। প্রথমবার করেছে তো তাই সতর্ক করা হয়েছে।















