মোস্তাফিজুর রহমান আপেল,কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. তৌহিদুল ইসলাম (৫৭)। তিনি উপজেলার কাগমারী গ্রামের বাসিন্দা এবং কোটচাঁদপুর বাজারের কালুমিয়ার বাড়ির সামনে “তৌহিদুল ট্রেডার্স” নামে বস্তা, পেপার ও কার্টুনের ব্যবসা পরিচালনা করে আসছেন।
লিখিত অভিযোগে তিনি জানান, একই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত নওদাগ্রাম গ্রামের মো. ডাবলু (৪১) ও কোটচাঁদপুর কলেজস্ট্যান্ড এলাকার মো. রাজু (৩৭) দীর্ঘদিন ধরে তার সঙ্গে ব্যবসায়িক বিরোধে জড়িয়ে ছিলেন। এর আগেও ডাবলু তার দোকানে আগুন দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তৌহিদুল ইসলামের দাবি, গত ১৬ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে মো. ডাবলু তার দোকানে এসে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন এবং পুনরায় দোকান পুড়িয়ে দেওয়ার ভয় দেখান। পরদিন ১৭ জানুয়ারি রাতের অন্ধকারে অভিযুক্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। এতে দোকানে থাকা মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় এবং ক্যাশে থাকা আরও প্রায় ২ লাখ টাকা পুড়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, এর আগে অভিযুক্তরা তার বিরুদ্ধে ৩২ লাখ টাকার একটি মিথ্যা মামলাও দায়ের করেছেন। হুমকির সময় স্থানীয় কয়েকজন দোকানদার ও প্রত্যক্ষদর্শী তাকে রক্ষা করেন বলেও জানান তিনি।
এ ঘটনায় মো. তৌহিদুল ইসলাম কোটচাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. ডাবলুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “সব কিছু মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
কোটচাঁদপুর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।















