কেশবপুর থেকে স্বাধীনতা ও মানবতা বিরোধী জামায়াত মুক্ত করা হবে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের রেডক্রিসেন্ট সোসাইটির অর্থ প্রদান – সংসদ সদস্য শাহীন চাকলাদার

0
448

এহসানুল হোসেন তাইফুর : উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি কেশবপুরকে জামায়াত মুক্ত করা হবে। স্বাধীনতা ও মানবতা বিরোধী জামায়াত আবারও সংগঠিত হচ্ছে। এরা আবারও নাশকতা করে মানুষ হত্যা করতে পারে। আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সংগঠিত হয়ে এই স্বাধীনতা ও মানবতা বিরোধী জামায়াত ইসলামীকে প্রতিহত করা আহবান জানান যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। তিনি রবিবার বিকেলে কেশবপুরের মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত প্রতাপপুর নিভারাণী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশাল কর্মী সমাবেশে বক্তব্যে এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, ছাত্রলীগের আহবায়ক আজাহারুল ইসলাম মানিক প্রমুখ।
প্রধান অতিথি শাহীন চাকলাদার আরো বলেন, নির্বাচনের আগে বলেছিলাম আপনারা আমার লোক। আর এখন আমি বলছি, আমি আপনাদের লোক। আমার দায়িত্ব কেশবপুরের উন্নয়ন করা। সে কারণেই ইতিমধ্যে সংসদ সদস্য হওয়ার ২ মাসের মধ্যে রাজারহাট-চুকনগর সড়ক, কেশবপুর-সাগরদাঁড়ি সড়কসহ ১০ থেকে ১২ টি সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে ৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে উন্নয়তমানের রেস্ট হাউজ। সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে। তাঁকে বলেছিলাম কেশবপুরে কোন উন্নয়ন হয়নি। মহাকবির কেশবপুরকে সাজাতে হবে, উন্নয়ন করতে হবে। প্রধানমন্ত্রী কথা দিয়েছেন। তিনি বলেছেন প্রাক্কলন তৈরি করে নিয়ে আসো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে। প্রধানমন্ত্রী কথা রেখেছেন, অর্থ দিচ্ছেন উন্নয়ন শুরু হয়েছে। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন কেশবপুর হবে স্বস্তির ও শান্তির কেশবপুর। এখানে কোন মাস্তান, কোন বাহিনী, মাদকসেবী থাকবে না। আওয়ামীলীগের ভেতর কোন ভেদাভেদ থাকবেনা, এক মঞ্চে সবাইকে দাঁড়াতে হবে। বঙ্গবন্ধুর কথা বলতে হবে, শেখ হাসিনার কথা বলতে হবে, কথা বলতে হবে উন্নয়নের।
এর আগে একই মঞ্চে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ কেশবপুরের সাতবাড়িয়া, মজিদপুর ও হাসানপুর ইউনিয়নের ৩২৩ ব্যক্তিকে রেডক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের পক্ষ থেকে নগদ ৪ হাজার ৫০০ টাকা ও ৮ প্রকারের ১ প্যাকেট করে সব্জির বীজ প্রদান করেন, যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এ সময় রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের সাধারণ সম্পাদক, দৈনিক যশোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ঘূর্ণিঝড় আম্ফান যশোরে কোন আঘাত করবেনা বলে ঘোষণা দেওয়ার পরেও সাতক্ষীরায় আঘাত করে যশোরের উপর দিয়ে চলে যায়। যে কারণে যশোরের অনেক উপজেলা ক্ষতিগ্রস্থ হয়েছে। কেশবপুরের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুরোধে এই কেশবপুরের ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের পক্ষ থেকে সামান্য অর্থ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অতীতেও ঘূর্ণিঝড় ও বন্যায় এই কেশবপুরে রেডক্রিসেন্ট সোসাইটি যশোর ইউনিটের পক্ষ থেকেও নগদ অর্থসহ ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here