
স্টাফ রিপোর্টার : যশোর -৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে ফুলে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দ। আজ রোববার নেতৃবৃন্দ কাজী শাহেদ সেন্টারে এমপি কাজী নাবিল আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করে এই ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মুনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক নুর ইমাম বাবুল, সহ সভাপতি এম এ মানিক, যুগ্ম সম্পাদক এম আর খান মোহন, দাউদ ইবরাহিম, সজন প্রমুখ উপস্থিত ছিলেন। এমপি কাজী নাবিল আহমেদ নব নির্বাচিত নেতৃবৃন্দকে পাল্টা শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।














