মাগুরা হাসপাতালে হাইফ্লো অক্সিজেন মেশিন স্থাপন

0
327

মাগুরা প্রতিনিধি : মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে হাইফ্লো অক্সিজেন ন্যাজাল ক্যানোলা মেশিন স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত তিনটি মেশিন স্থাপনের ফলে করোনা আক্রান্ত রোগীদের পাশাপাশি ভবিষ্যতে সাধারণ রোগীদের চিকিৎসায় সহায়ক হবে।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
মাগুরা সিভিল সার্জন কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার স্বপন কুণ্ডু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার প্রদীপকুমার সাহা, মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার তারিফুজ্জামান, মাগুরা মেডিকেল কলেজের শিক্ষক আবদুল্লাহ হেল কাফি, ডাক্তার সফিউর রহমান, মেডিকেল অফিসার জয়ন্ত কুণ্ডু, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে সংযুক্তির লক্ষ্যে বরাদ্দকৃত হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন উন্মুক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here