মহম্মদপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

0
356

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে স্বামীর লাঠির আঘাতে মনিরা খাতুন (১৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্বামী জিয়া মুন্সি ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
সুত্র জানায়, বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামের হারুন মুন্সির ছেলে জিয়া মুন্সির সাথে একই ইউনিয়নের কোমরপুর গ্রামের আরিফ মোল্যার মেয়ে মনিরার চার মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি ও মান অভিমান চলতো।
তারই জেরে এদিন রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী জিয়া মুন্সি কাঠ দিয়ে স্ত্রী মনিরার মাথায় সজোরে আঘাত করে। এতে মাথা ফেঁটে অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলেই মনিরার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ^াস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here