মাগুরায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
299

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আছাদুজ্জামান ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শনিবার রাতে মাগুরা এজি একাডেমী মাঠে এ ফাইনাল টুর্ণামেন্টে চুড়ান্ত ৪টি দল অংশ নেয় । তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় উদয় মল্লিক + আলমগীর জুটি ও বাহালুল + টিআই মোর্শেদ জুটি চ্যাম্পিয়ন হয় । মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন । এ সময় মাগুরা সোনালী অতীত কাবের সভাপতি কামরুজ্জামান চাঁদ ,মাগুরা প্রেসকাবের সাধারণ সম্পাদক শামীম খান,জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখারুল ইসলাম শাকিল,টুর্ণামেন্টের আহবায়ক লিটন ঘোষ,কাজী সঞ্জয় জামান বিপু , ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি ও সাধন কর্মকার উপস্থিত ছিলেন ।
বন্ধু‘ক’ জনা মাগুরার আয়োজনে এ ব্যাডমিন্টন টুর্ণামেন্টে ৪ টি গ্রুপে ৬২টি দল অংশ নিয়েছিল । টুর্ণামেন্ট শেষে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here