যশোরের বাঘারপাড়ায় বেসরকারি সংস্থা ‘গ্রিন টাচ’-এর (ইউএসএ) উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
এদিন বিকেলে নারিকেলবাড়িয়া ইউনিয়নের ধূপখালী ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার নাটুয়াপাড়া আব্দুল গফুর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংস্থাটির আঞ্চলিক পরিচালক ইন্তাজুল ইসলাম,গ্রিন টাচ বাংলাদেশের পরিচালক আবু হুরাইরা পিকুল,প্রোজেক্ট কো – অর্ডিনেটর অনন্যা আফরোজ, সমাজসেবক শাহাদত মোল্যা,মাদ্রাসা সুপার তাহাজ্জত মন্ডল,সমাজসেবিকা দিল আফরোজা চম্পা,নাসির উদ্দিন,আব্দুস সালাম,ইফতেখার সিদ্দিকী ইফতি,আজির বিশ্বাস,মাস্টার কোহিনূর ইসলাম প্রমুখ।
এদিন পাঁচ শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে বেসরকারি সংস্থা ‘গ্রিন টাচ’। – প্রেস বিজ্ঞপ্তি















