এস এম মজনু,পাটকেলঘাটা, (সাতক্ষীরা) থেকেঃ পাটকেলঘাটা শাঁকদহ একটি পলিথিন কারখানার মেশিনের ফিতায় জড়িয়ে মোঃ জুয়েল হোসেন (২২) নামে এক শ্রমিক নিহত হয়। ঘটনাটি ঘটে গতকাল বিকাল ৫ টার দিকে।
শাঁকদহ মিলন সাধুর পলিথিন কারখানায় গত এক মাস পূর্বে শ্রমিকের কাজে যোগদান করেন জুয়েল। প্রতিদিনের ন্যায় গত কাল সে কাজ করছিল। অসাবধানতার কারনে মেশিনের ফিতায় জড়িয়ে যায়। ঐ সময় কারখানার অন্য শ্রমিকরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে মৃত্যুর কোলো ঢলে পড়ে। নিহত জুয়েল পাটকেলঘাটা বড়বিলা দক্ষিণ পাড়া গ্রামের মোঃ ওয়াজেদ আলীর পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে নিহত জুয়েল গত এক মাস পূর্বে বিবাহ করে। নিহতের লাশ বাড়ি যাওয়া মাত্রই পরিবারের সবার কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।














