যশোরের ঘোপ ও ফতেপুর ইউনিয়নে উপজেলা পরিষদের কম্বল বিতরণ

0
333

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলা প থেকে ফতেপুর ইউনিয়ন ও শহরের ৩নং ওয়ার্ড ঘোপে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল (১৬ জানুয়ারি) শনিবার বিকালে ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর বটতলা মোড়ে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিপুল প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন। এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সেতারা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির সাথে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রেজওয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, শহর যুবলীগের সদস্য বিল্লাল পাটোয়ারি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন সভাপতিত্বে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আক্তার হোসেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের দফতর সম্পাদক শহিদুজ্জামান তুহিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিদুজ্জামান হিমু, যুব ও ক্রীড়া সম্পাদক মোকলেছুর রহমান, শ্রম সম্পাদক ইলিয়াস হোসেন ও ইউনিয়ন যুবলীগের সদস্য ওলিয়ার রহমান প্রমুখ।
এর আগে, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোপের এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরো দুই শতাধিক কম্বল বিতরণ করেন।
শহর ছাত্রলীগের সদস্য শামীম আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জাহিদ হাসান জলিল, যুগ্ম-আহবায়ক তৌহিদুর রহমান, প্রধান শিক আফরোজা সুলতানা, যুবলীগনেতা আরিফ হোসেন, ছাত্রলীগনেতা রাসেল, রেজয়ান, সুজন, আশিক প্রমুখ।
শীতের প্রকোপ বাড়ায় গত সোমবার (১১ জানুয়ারি) থেকে সদরের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করছে উপজেলা পরিষদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here