স্টাফ রিপোর্টার : বুধবার ২০ জানুয়ারী রাতে শহরের রেল বাজার এলাকা থেকে ২ হাজার ৯শ’ ৩২পিস ভারতীয় জর্দ্দা কৌটাসহ হাসিনা বেগম নামে এক নারী চোরাচালানীকে গ্রেফতার করেছে। তিনি খুলনা জেলার খালিশপুর থানার গোয়ালখালি ৯ নং ওয়ার্ড এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী ও মৃত তোতা মুন্সির মেয়ে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উক্ত নারী চোলাচালানীকে আদালতে সোপর্দ করে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি জিএম নকিবুল আলম জানান, বুধবার ২০ জানুয়ারী রাত সাড়ে ৮ টায় গোপন সূত্রে খবর পান শহরের ৬নং ওয়ার্ড রেল বাজার মেসার্স বুশরা কসমেটিকস দোকানের সামনে পাকা রাস্তার উপর ভারতীয় জর্দ্দা বিক্রয়ের উদ্দেশ্যে এক নারী চোরাচালানী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে র্যাবের টহল টিম অভিযান চালায়। এ সময় র্যাবের অভিযানের খবর পেয়ে উক্ত নারী চোরাচালানী হাসিনা পালানোর চেষ্টা করে। তাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২ লাখ ৮৮ হাজার ২০ টাকার মূল্যের ২ হাজার ৯শ’ ৩২পিস জর্দ্দা কৌটা উদ্ধার করে। এ ব্যাপারে চোরাচালানী মামলায় বৃহস্পতিবার দুপুরে হাসিনাকে আদালতে সোপর্দ করে কোতয়ালি মডেল থানা পুলিশ।#














