মেহেদী হাসান,মণিরামপুর: যশোরের মণিরামপুরে বালির ট্রলির নিচে চাপা পড়ে সুলাইমান হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহমান মোড়ে ঘটনাটি ঘটে। শিশুটি পৌরএলাকার মোহনপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে মাদানিনগর মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মাদরাসা থেকে ছুটিতে বাড়ি আসে সুলাইমান। আজ সকালে মোহনপুর থেকে নিজেদের একটি ট্রলিতে বালি বোঝাই করে সাড়াপোল এলাকায় যাচ্ছিল চালক। আনন্দকরে সেই ট্রলিতে চড়ে দুই বন্ধুর সাথে যায় সুলাইমান। ট্রলিটি কালারহাটের রহমান মোড়ে পৌঁছালে রাস্তার উপর পড়ে যায় সুলাইমান। তখন ট্রলির চাকা সুলাইমানের পেটের উপর উঠে যায়। দ্রæত স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে আনলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার পথে শিশুটির মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।














