উদয় শংকর সিংহ,কেশবপুর: আগামী ২৮ ফেব্রয়ারী কেশবপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনে উপলক্ষ্য আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছে কেশবপুর পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম। কেশবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে আবারও নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র রফিকুল ইসলাম।
তার মনোনয়নের খবর পাওয়ার কেশবপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বিকালে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয়। এ সময় আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা , সহ সভাপতি মনিরুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মদন সাহা অপু,সহ সাধারণ সম্পাদ আবু শাহীন, কাউন্সিলর আব্দুস সাত্তার, কাউন্সিলর আতিয়ার রহমান, কাউন্সিলর মফিজুর রহমান, বিশ্বাস জাহাঙ্গীর হোসেন, সৈয়দ আকমল আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাউদ্দীন , শ্রমিক লীগ নেতা মুনছুর আলী, ছাত্রলীগ নেতা কাজী আজারুল ইসলাম মানিক, সাইফুল প্রমূখ। তফশিল মোতাবেক ২৮ ফেব্রæয়ারী এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রæয়ারী,মনোনয়নপত্র যাচাই বাছাই ৪ ফেব্রæয়ারী,১১ ফেব্রæয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার, ১২ ফেব্রæয়ারী প্রতিক বরাদ্দ ,২৮ ফেব্রæয়ারী ই ভিএমে নির্বাচন। কেশবপুর পৌরসভার ২০ হাজার ৭শ ২৫ জন । যার মধ্যে পুরুষ ১০ হাজার ১শ ৮৫ ও নারী ভোটার ১০ হাজার ৫ শ ৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।















