যশোর অফিস: ব্যবসায়ীক অংশিদার করে বিপাকে পড়ছেন যশোর চৌগাছা উপজেলার কমলাপুরের এইচ এম ব্রিক্সের সত্তাধীকারী মাহবুবুর রহমান। বর্তমান তিনি ভাটা থেকে বিতাড়িত। জোরপূর্বক ভাটাটি দখলে রেখেছেন তার ব্যবসায়ীক অংশিদার গোলাম রসুল। এ ঘটনায় তিনি চৌগাছা থানায় ও যশোর আদালতে লিখিত অভিযোগ
করেছেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থ বছরে ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারনে তিনি চৌগাছা উপজেলার নারায়নপুরের চাঁদপাড়া গ্রামের সোলেমান খাঁর ছেলে গোলাম রসুলকে ৫০ লাখ টাকার বিনিময়ে ব্যবসায়ীক
অংশিদার করেন। এরপর থেকে ভাটাটি গোলাম রসুল দেখাশুনা করে আসছিলো। কিন্তু আজও পর্যন্ত মাহবুবুর রহমানকে
অভিযুক্ত গোলাম রসুল কোনো প্রকার লভ্যাংশ দেইনি। বর্তমান মাহবুবুর রহমানকে ভাটায় গেলে হত্যার হুমকি
দেয়া হচ্ছে। সম্পতি ভাটা থেকে জানানো হয়েছে, এইচ এম বিকস্ধসঢ়; বাজারে ৬৫ লাখ টাকা দেনা। ভাটার লভ্যাংশ
নিতে হলে মাহবুবুর রহমানকে ওই টাকা পরিশোধ করতে হবে। বর্তমান পরিবার নিয়ে মাহবুবুর রহমান মানবতার
জীবন-যাপন করছেন। নিজ ভাটায় অধিকার ফিরে পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।















