লোহাগড়ায় করোনার টিকা প্রথমেই নিলেন ডাক্তাররা

0
327

রাজিয়া সুলতানা,লোহাগড়া(পৌর)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় রবিবার(৭ ফেব্রুয়ারি) করোনার (কোভিড-১৯) টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। প্রথমেই করোনার টিকা নিলেন ডাক্তাররা। বেলা সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু ও উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
জানা গেছে, রবিবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর টিকাদান কেন্দ্রে ডাঃ বৈদ্যনাথ সাহা, ডাঃ শাহ ফয়েজ আলম, ডাঃ প্রবীর কুমার দে শ্যাম, ডাঃ শাহ ফজল এলাহী সহ কয়েকজনে কোভিড-১৯ করোনার টিকা নিয়ে কার্যক্রমের শুরু করেন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ সাহাবুর রহমান জানান, প্রথমধাপে লোহাগড়াতে কোভিড-১৯ করোনার ৩ হাজার ডোজ টিকা রয়েছে। ৩ হাজার জনকে এ টিকা দেয়া হবে। এটি অক্সফোর্ড এর কোভিশিল্ড টিকা। এটি নিরাপদ। টিকাদান অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ রিপন, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি ইকবাল হাসান শিমুল সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে সুরক্ষা দিতে করোনার টিকার ব্যবস্থা করেছেন। করোনাকে আর ভয় নয়। সাহসের সাথে স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনামুক্ত থাকা যায়। এখন সারা দেশে সরকারিভাবে এ টিকা বিনামূল্যে দেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here