শার্শায় কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন

0
276

জসিম উদ্দিন, শার্শা : সারা দেশের ন্যায় গণভ্যাকসিন প্রদানের অংশ হিসাবে যশোরের শার্শায় কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১২টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শার্শা যশোরের আয়োজনে উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, জেলা পরিষদ সদস্য অধ্য ইব্রাহিম খলিল, টিএইচও ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
শার্শায় ভ্যাকসিন পেতে এ পর্যন্ত রেজিষ্ট্রেশন করেছেন ৮২৯ জন। যার মধ্যে আজ রবিবার দিন ব্যাপী ৩শত জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে বলে জানান হাসপাতাল কর্তৃপ। উদ্বোধন অনুষ্ঠানে প্রথমেই টিকা নেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফারহানা সুলতানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here