যশোর সেনানিবাসে প্রাথমিকভাবে ৩টি বুথ গঠনের মাধ্যমে কর্মরত সেনাসদস্যগনকে কোভিড ১৯ ভেক্সিন প্রদানের টিকাদান কর্মসূচীর উদ্ভোদন

0
305

জি এম অভি : যশোর সেনানিবাসে প্রাথমিকভাবে ৩টি বুথ গঠনের মাধ্যমে কর্মরত সেনাসদস্যগনকে কোভিড ১৯ ভেক্সিন প্রদানের টিকাদান কর্মসূচী উদ্ভোদন । গতকাল সকাল ১১টায় সিএমএইচ,যশোর সেনানিবাসে কোভিড ১৯ ভেক্সিন প্রদান শুরু ও টিকাদান কর্মসূচীর উদ্ভোদন করেন জিওসি,৫৫ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার,যশোর এরিয়া মেজর জেনারেল মো: নুরুল আনোয়ার, এন ডি সি, এইচএডিএমসি, এএফউব্লউসি, পিএসসি, জি । বর্তমান বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকারে ধারন করায় বিশ্বের বিভিন্ন দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অগনিত এবং প্রানহানীর সংখ্যাও অনেক বেশি। বিভিন্ন দেশেকেরোনা চিকিৎসা ব্যবস্থা হিসেবে গাইড লাইন তৈরি করা হয়েছে। কিন্তু প্রতিশোধক হিসেবে ভেক্সিন গুরুত্বপুর্ন। বাংলাদেশেও কোভিড ১৯ আক্রান্ত রোগীর সংখ্যা কম নয়। চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে এবং সরকারের প্রচেষ্টার পাশাপাশি সম্মুখ যোদ্ধা হিসেবে সেনাবাহিনির সদস্যগন মূখ্য ভুমিকা পালন করে যাচ্ছেন এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে । দেশের মানুশের স্বাস্থ্য সুরা নিশ্চিত করতে এবং সম্মুখ যোদ্ধাদের নিরাপত্বা রাকল্পে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি ২০২১ তারিখে কোভিড ১৯ ভেক্সিন প্রদান কার্যক্রম শুরু করেন। এছাড়া ২৮ জানুয়ারী ৫ টি হাসপাতালে প্রাথমিক টিকাদান পর্ব সমাপ্ত হয়। ৭ ফেব্রুয়ারী ২০২১ তারিখ হতে সারাদেশে একযোগে কোভিড ১৯ টিকাদান কর্মসূচী শুরু হয়। তারই ধারাবাহিকতায় সরকারী সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকাল ১১টায় সিএমএইচ,যশোর সেনানিবাসে কোভিড ১৯ ভেক্সিন প্রদান শুরু ও টিকাদান কর্মসূচীর উদ্ভোদন করা হয়। সুত্রমতে জানাযায়, প্রথম দিন ৫০ জন সেনা সদস্যকে টিকা প্রদানসহ সর্বমোট যশোর সেনানিবাসে ১২ হাজার ৮শ ২১ জন সেনাসদস্যকে পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সহযোগিতা ও সিএমইচ যশোরের ব্যবস্থাপনায় কোভিড ১৯ টিকাদান কর্মসূচীর মধ্যে ছিল নিবন্ধনরত সেনাসদস্যদের নির্ধারিত তালিকা অনুযায়ী প্রশিতি টিকাদান কর্মী দ্বারা টিকা প্রদান অঊঋ ( অফাবৎংব ঊভভবপঃ ঋড়ষষড়রিহম ওসসঁহরুধঃরড়হ ) টিম প্রস্তুত রাখা যেন যেকোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলে সুচিকিৎসা নিশ্চিত করা যায়। পর্যায়ক্রমে সকল সেনাসদস্যর কোভিড ১৯ টিকা প্রদান নিশ্চিত করা হবে এবং উক্ত টিকাদান কর্মসূচী সুষ্ঠভাবে সম্পন্নের জন্য ইতিমধ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here