মালেকুজ্জামান কাকা, যশোর : বিএনপির মেয়র প্রার্থী মারুফের আপিলের শুনানি হয়েছে। তবে তার প্রার্থীতা বাতিল হয়েছে। যশোর পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিলের বিষয়ে করা আপিলের শুনানি হয়েছে। রোববার বিকেল পাঁচটায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান আপিলের শুনানি করেন। পরে তিনি তার প্রার্থীতা বাতিল ঘোষনা করেন।
আপিল শুনানিতে মারুফুল ইসলামের পে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে অ্যাডভোকেট দেবাশীষ দাস, মোহাম্মদ আলী, আনিছুর রহমান মুকুল ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু অংশ নেন।
সাবেরুল হক সাবু জানান,এনসিসি ব্যাংকে ২৪ জানুয়ারি টাকা পরিশোধের জন্য জমা দেয়া হয়। ২ ফেব্রুয়ারি তাদের প্রার্থী টাকা পরিশোধের চিঠি হাতে পান। তবে নিয়ম অনুযায়ী এনসিসি ব্যাংক ওই ঋণ পরিশোধের চিঠি বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবে। অথচ ব্যাংকের ওই চিঠি সংক্রান্ত জটিলতায় মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বহাল করতে শুক্রবার জেলা প্রশাসকের কাছে আপিল করেন মারুফুল ইসলাম। গতকাল ওই আপিলের শুনানি হয়েছে। বিএনপির মেয়র প্রার্থী মারুফুল ইসলাম হাইকোর্টে মামলা করে প্রার্থীতা ফিরিয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।















