মাটি ফেলে পিচের রাস্তায় কাদার সৃষ্টি মণিরামপুরে দুই ভাটা মালিককে জরিমানা

0
281

মেহেদী হাসান, মণিরামপুর ॥যশোরের মণিরামপুরে ভাটায় মাটি বহনকালে রাস্তায় মাটি ফেলে চলাচল বাধাগ্রস্ত করার অপরাধে দুই ভাটা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান এই জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত দুই ভাটা মালিক হলেন, দোঁদাড়িয়া এলাকার সরদার ব্রিকসের মালিক রবিউল ইসলাম পাঁচ হাজার ও মাঝিয়ালী এলাকার মিম ব্রিকসের মালিক হাফিজুর রহমান পাঁচ হাজার। আদালতের বেঞ্চসহকারী সাইফুল ইসলাম বলেন, ট্রাকে করে ইটভাটার মাটি টানার সময় রাস্তায় মাটি পড়ে। বৃষ্টি হলে সেই মাটি কাদা হয়ে জনগণেন চলাচল বাধাগ্রস্ত হয়। অনেকে দুর্ঘটনার শিকার হন। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসলে ব্যবস্থা নিতে তিনি ইউএনওকে নির্দেশ দেন। সেই অনুযায়ী গত রোববার রাস্তা পরিষ্কার করতে উপজেলার ৪২টি ভাটা মালিককে নির্দেশনা দেন ইউএনও সৈয়দ জাকির হাসান। নির্দেশনা পেলেও তা মানেননি সরদার ও মিম ভাটার মালিক। ফলে আদালত তাদের জরিমানা করেন। একইসাথে দুই দিনের মধ্যে রাস্তা পরিস্কার করার জন্য ওই দুই ভাটা মালিককে সময় দেওয়া হয়েছে।
গত শনিবার রাতের ও রোববার সকালের গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে মণিরামপুরের পিচের রাস্তাগুলোতে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে রাজগঞ্জ-পুলেরহাট সড়কে দুর্ঘটনার শিকার হন কয়েকজন পথচারী। যার চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভাটা মালিকদের শাস্তির দাবি ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here