যশোরে অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মিভূত

0
351

মালেকুজ্জামান কাকা, যশোর : যশোরে অগ্নিকান্ডে সাত দোকান ভস্মিভূত হয়েছে। সদর উপজেলার পতেঙ্গালী গ্রামের বাজারে অগ্নিকান্ডে এই সাতটি দোকান ভস্মিভূত হয়। বৃহস্পতিবার ভোর রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কী কারণে আগুন লেগেছে তা স্থানীয়রা বলতে পারেননি। স্থানীয়রা জানান, পতেঙ্গালী আমতলার মোড়ের কয়েকটি দোকানে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে আকস্মিকভাবে আগুন লাগে। আগুনে সাতটি দোকান ভস্মিভূত হয়েছে। এগুলো হচ্ছে ওসমানের চায়ের দোকান, তৌফিকুল ইসলাম মিলনের ভাংড়ির দোকান, রবিউল ইসলাম ও শমসেরের দুইটি ডেকোরেটর, মোশারফ হোসেনের কাঁচা তরি তরকারির দোকান এবং আনিসুর রহমান বাবুর ইলেকট্রিক ও প্লাস্টিক ফার্নিচারের দোকান। পতেঙ্গালী গ্রামবাসী জানায়, আগুনের লেলিহান শিখা দেখে আশপাশ থেকে লোকজন ছুটে যেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একইসাথে যশোর ফায়ারসার্ভিসকে খবর দেয়া হয়। রাত ৪টা ২৫ মিটিনের দিকে ফায়ারসার্ভিসের সসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সম হন। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় ১২ লাখ টাকার তি হয়েছে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here