যশোরে হেরোইন মামলায় আল আমিন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

0
284

নিজস্ব প্রতিবেদক : যশোরে হেরোইন মামলায় আল আমিন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ এবং সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত আল আমিন হোসেন বেনাপোলের গয়ড়া বাওড়কান্দার হারুনার রশীদ মালিথার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট এম ইদ্রিস আলী।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১৩ আগস্ট শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগআঁচড়া বাজারের জনৈক মান্নানের মোটরসাইকেল গ্যারেজের সামনে এক ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। বিকেল সোয়া ৫ টার দিকে সংবাদরের সত্যতা যাচায়ের জন্য পুলিশ ঘটনাস্থলে গেলে এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশিকালে লুঙ্গির ভাজের মধ্যে থেকে এক প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন ১শ’ গ্রাম। এব্যাপারে শার্শা থানার এসআই আবুল হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আল আমিন হোসেনকে অভিযুক্ত কওে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই রোকুনুজ্জামান। দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি আল আমিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আল আমিন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here