বিনা প্রতিদ্বন্দিতায় একজন নারী ও পুরুষ কাউন্সিলর নির্বাচিত

0
287

স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে সংরতি ২নং ওয়ার্ডে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এছাড়াও ৫নং ওয়ার্ডের মনিরুজ্জামান রিংকুকে বিনা প্রতিদ্বন্দিতায় কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে সংরতি নারী কাউন্সিলর পদে শামছুন্নাহার বীনা নামে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন ওয়ার্ডের তিনজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনি আরো জানান, ৫নং সাধারণ ওয়ার্ড থেকে আলমগীর হোসেন নামে একজন নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এজন্য ৫নং ওয়ার্ডে আর কোন প্রার্থী না থাকায় মনিরুজ্জামান রিংকুকে বিনা প্রতিদ্বন্দিতায় কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে। কাউন্সিলর (পুরুষ) প্রার্থী হিসেবে ১নং ওয়ার্ড থেকে ফরিদ আহমেদ, ৩নং ওয়ার্ড থেকে খাইরুল ইসলাম ও ৫নং আলমগীর হোসেন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ৪ জন, ৯টি ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর পদে ৫২ জন ও সংরতি নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়ন পত্র জমা দেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here