চৌগাছা পৌরসভা নির্বাচনের এক দিন আগে মগ ভোটের ব্যবস্থা উপস্থিত কম

0
272

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজকের দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চৌগাছা পৌরসভা নির্বাচন। পৌরসভা তথা চৌগাছাতে এবারই প্রথম ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইভিএম মেশিনও চলে এসেছে বলে সংশ্লিষ্ঠ সূত্র থেকে জানা গেছে। ইলিকট্রনিক্্র ভোটিং মেশিন ইভিএমএ প্রথম ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের একদিন আগে শুক্রবার প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের জন্য মগ ভোটের ব্যবস্থা করা হয়। ১০টি কেন্দ্রের ১০ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা স্বস্ব কেন্দ্রে উপস্থিত থেকে ভোটারদের ইভিএমে কি ভাবে ভোট প্রদান করবে তা শিখিয়ে দেন। এদিন দুপুর ১২ টার দিকে ৬নং ওয়ার্ডের এলাহি বক্্র হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে যেয়ে দেখা যায় মোস্তাফিজুর রহমান নামে একজন তরুন ভোটার ইভিএমে ভোট প্রদান শিখতে এসেছেন। এই ভোটার জানান, নতুন পদ্ধতিতে ভোট দিব তাই আগে ভাগেই কি ভাবে ভোট দিব তা জানতে এসেছি। এই কেন্দ্রে সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ১৩ জন ভোটার আসেন ইভিএম এ ভোট দেয়া সম্পর্কে জানতে। অনুরুপ ভাবে চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও সবুজ কুড়ি কিন্ডার স্কুল কেন্দ্রে যেয়ে দেখা যায় কেন্দ্র দু’টির একটিতে ৩৪ অপরটিতে ৪ জন ভোটার এসেছেন মগ ভোট দিতে। সবুজ কুড়ি কিন্ডার স্কুলে দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হক জানান, ইভিএমএ ভোটাররা ভোট না দিলেও তারা এ সম্পর্কে বেশ অবগত, হয়ত সে কারনে মগ ভোটে উপস্থিতির হার খুব ভালনা। তবে নির্বাচনের দিন ভোটারদের উপস্থিতি সন্তোষজনক হবে বলে আশা করা হচ্ছে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা বলেন, পৌরসভার ভোটাররা অত্যান্ত সচেতন তাই ইভিএমে ভোট দিতে ভোটারদের কোন সমস্যা হবেনা এ কারনেই সকালে উপস্থিতি কম। তবে দুপুরের পরে মগ ভোট দিতে আসা ভোটারদের সংখ্যা বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here