মহেশপুর প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভাবে সীমান্ত পারারের সময় গত ৭দিনে নারী ও শিশুসহ ৬৬জন বাংলাদেশীকে আটক করেছে ৫৮ বিজিবি।
জানাগেছে ১৩ ফেব্রুয়ারি বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দল অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় উপজেলার একাশিপাড়া হতে ৯বাংলাদেশী নাগরিক কে আটক করে। আটকৃতরা হলেন হাসান (৪), পিতা- সাগর শেখ, সাগর শেখ (৩২), পিতা- মৃত আবুল শেখ, জোসনা বেগম (২৫), স্বামী- সাগর শেখ, আসদুজ্জামান (১৬), পিতা- ইলিয়াছ শেখ, উভয় সাং রাজাপুর, থানা-ঝিকরগাছা, জেলা- যশোর। সাহাদাত আলী (২৪), পিতা- মৃত খাজাউদ্দিন পরামানিক, ফাতেমা জাহান শিউলী (১৯), স্বামী- সাহাদাত আলী, উভয় সাং পৌস্ত্তাতা,, থানা- আত্রাই, জেলা- নওগা। এসময় তাদেরকে সীমান্ত পারাপারে সহায়তাকারী ৩ দালাল কে আটক করা হয়। তারা হলেন মনিরুজ্জামান মিয়া (৫৩), পিতা- নুর বক্স মিয়া, গ্রাম- তালসার, সাজ্জাদ আলী (৩৫), পিতা- মৃত খোদা বক্স, গ্রাম- ডাকাতিয়া, এবং একই গ্রামে এস কে সাগর (১৯),পিতা- খলিল, থানা মহেশপুর, জেলা ঝিনাইদহ।
এছাড়া ১১ ফেব্রুয়ারি শ্যামকুড় বিওপির টহল দল ৯ জন, ১০ ফেব্রুয়ারি বাঘাডাংগা বিওপি ১৯জন , মাটিলা বিওপি ৮জন, ৮ ফেব্রুয়ারী যাদবপুর বিওপির ৪ জন, ৭ ফেব্রুয়ারি বাঘাডাংগা বিওপি ১৪ জন এবং মাটিলা বিওপি ৩জনকে অবৈধ ভাবে পারাপারের সময় আটক করে । ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান জানান আটকৃতদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় পৃথক পৃথক মামলা করা হয়েছে।















