গণতন্ত্র পুনঃউদ্ধারে সকল ভয়ভীতি উপেক্ষা করে বিএনপির ভোট বিপ্লব ঘটাতে হবেÑ অনিন্দ্য ইসলাম অমিত

0
341

আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার : বর্তমান সরকার বাকশালী কায়দায় দেশ পরিচালিত করছে। বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাংলার মাটি থেকে মুছে ফেলতে এই সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জিয়ার আদর্শের সৈনিকের কঠোর প্রতিরোধের মুখে সরকারের এই বৃথা পরিকল্পনা ভেস্তে যাবে। এই ফ্যাসিষ্ট সরকারের জিম্মিদসা থেকে গনতন্ত্র পুনঃ উদ্ধারে সকলকে ঐক্যবন্ধ হতে হবে। সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট বিপ্লবের মাধ্যমে গনতন্ত্রের প্রতীক ধানের শীষের বিজয় সু-নিশ্চিত করতে হবেÑ শনিবার দুপুরে কেশবপুর থানা ও পৌর বিএনপির আয়োজনে আসন্ন আগামী ২৮ ফেব্রয়ারী কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের ধানের শীষ প্রতিকের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন। কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, কেশবপুর পৌরসভার ধানের শীষ প্রতিকের প্রার্থী সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির অন্যতম নেতা মিজানুর রহমান খাঁন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কাউন্সিল মশিয়ার রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক চেয়ারম্যান প্রভাষক আলা উদ্দীন আলা, সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুবুদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা খলিলুর রহমান, শফিকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুল হালিম অটল, আলমগীর সিদ্দিক ও উপজেলা ছাত্রদলের সভাপতি আজিজুর রহমান প্রমুখ। সভাশেষে বিএনপির নেতৃবৃন্দ শহরে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here