রাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিনকে আটক করতে পারেনি পুলিশ, বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা

0
280

রাজগঞ্জ প্রতিনিধি : চেক জালিয়াতি মামলায় আলাউদ্দিন নামে এক প্রতারককে যশোর জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত, যশোর ১৩৮ ধারায় এক বছর বিনাশ্রম কারাদন্ড দিলেও আজও পুলিশ ওই প্রতারককে আটক করতে পারেনি।
বাদীর অভিযোগ, সাজাপ্রাপ্ত ওই আসামী বিদেশ পালিয়ে যেতে চেষ্টা করছে।
আসামী আলাউদ্দিন মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের চাকলা বেড়ের মৃত- আকছেদ বাওলীর ছেলে।
রাজগঞ্জ বাজার এলাকার প্রতিবন্ধি মিজানুর রহমান বাদি হয়ে আলাউদ্দিনের নামে (৪,৫০,০০০) চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অত্মসাতের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং- ২৫৯২/১৮। বিজ্ঞ আদালত বাদী মিজানুর রহমানের নালিশীর যাবতীয় সকল কাগজপত্র ও স্বাক্ষী প্রমানের ভিত্তিতে গত ৮/২/২০২১ ইং তারিখে আসামী আলাউদ্দিনকে এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত এ আসামী আলাউদ্দিন রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী আসহায় প্রতিবন্ধি মিজানুর রহমান জানান- দন্ডপ্রাপ্ত আসামী আলাউদ্দিন দেশ থেকে, বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here