জমা উঠেছে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন

0
344

কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : আগামী ১৯ ফেব্রুয়ারী শুক্রবার ঝিনাইদহ জেলা রিপোর্টারস ইউনিটির নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচার প্রচারনা । প্রত্যাশার চেয়ে বেশি জমজমাট হয়ে উঠেছে ঝিনাইদহ জেলা রিপোর্টারস ইউনিটি নির্বাচনের প্রচার-প্রচারণা। শহরে ছেয়ে গেছে পোস্টারে, পোস্টারে নির্বাচনে চলছে ডিজিটাল প্রচারণা, ফেইসবুকসহ সামাজিক যোগাযাগ মাধ্যমে প্রার্থী ও তার সমর্থকরা বিভিন্ন পোস্ট দিয়ে দোয়া ও সমর্থন চেয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ঝিনাইদহ জেলার সবর্ত্র একই আলোচনা কে হচ্ছে এই ইউনিটর অভিভাবক । নির্বাচনে প্রার্থীর কোন প্রতিক বরাদ্ধ নেই, ভোটাররা ভোট দেবেন প্রাথীর নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে।নির্বাচনী অফিসে বিভিন্ন কাবের সদস্য, প্রাথী ও ভোটাররা সকাল থেকে মধ্য রাত পর্যন্ত আড্ডা ও চুলচেরা হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ।অনুসন্ধানে জানা যায় কোন পই প্যানেল ঘোষনা করিনি ।মনে মনে প্যানেল ঠিক করে রেখেছেন।তিনটি প্যানেলে বিভক্ত হয়ে নিবার্চন করছেন প্রাথীরা।পূর্নাঙ্গ প্যানেল কোন পই দিতে পারিনি ।মোট ভোটার সংখ্যা ৩৮ জন, ১৩টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।তাদের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন, তারা হলেন অত্র ইউনিটের সাবেক সভাপতি মীর জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব এবং সাংবাদিক ও লেখক এম.এ কবির। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী তারা হলেন ফজলুল করিম (গামা),সিরাজুল ইসলাম মল্লিক, এটি এম ওহিদুজ্জামান এবং লিটন। এদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন তারা হলেন শাহিদুর রহমান সন্টু, মাহাবুবুর রহমান স্বপন ও বিদ্রোহী ডটকম এর সম্পাদক ওমর আলী সোহাগ। অন্যন্যা পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লালন মন্ডল,মনিরুজ্জামান সুমন,আনোয়ার হোসেন,এইচ এম ইমরান,এস এম রবি,হাদিকুর রহমান, সবুজ মিয়া,জাহিদ হাসান ,মুক্তার হোসেন, এমদাদুল হক,শিহাব মল্লিক,মাজেদ রেজা বাঁধন এবং রাকিবুজ্জামান জিহাদ। বিনা প্রতিদ্বন্দ্বিতা কোষাধ্য, দপ্তর সম্পাদক ও ৩জন নির্বাহী সদস্য পাশ করেছেন।ভোটারদের অভিমত সংগঠনটিতে এমন অভিভাবক আসুক যারা সংগঠনটি সুন্দর ও সুষ্টভাবে চালাতে পারবে।
ঝিনাই্দহ জেলার অনেক সিনিয়র সংবাদিক বলেন,ঝিনাইদহে কোন কাবে এমন উৎসব মূখর পরিবেশে নির্বাচন দেখিনি, যা অন্য কাবের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here