চৌগাছায় দশ দিনে সহস্রাধিক ব্যক্তির করোনা টিকা গ্রহন

0
353

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় দিন যত যাচ্ছে ততই করোনা ভ্যাকসিন নিতে মানুষ উদ্বুদ্ধ হচ্ছেন বলে জানা গেছে। গত ৭ ফের্রুয়ারী থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ব্যক্তি ভ্যকসিন গ্রহন করেছেন বলে সংশ্লিষ্ঠ সূত্র জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ ফের্রুয়ারী চৌগাছায় করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী মোঃ এনামুল হক, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, উপেজলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকি, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যানের সিএ শিমুল রহমানসহ বিশিষ্ঠজনেরা টিকা গ্রহন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত অন্তত ৭০ জন টিকা গ্রহন করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্যরা হলেন চৌগাছা পৌর সচিব গাজী আবুল কাশেম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ সালাম ও তার সহধর্মীনি, বিজিবি সদস্য শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী শিক্ষিকা বিউটি খাতুন, ব্যবসায়ী আব্দুল মান্নান, আব্দুল আজিজ প্রমুখ। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হাফিজা খানম অত্যান্ত সতর্কতার সাথে প্রত্যেকের শরীরে টিকা পুশ করছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার লাকি জানান, চৌগাছাতে টিকা গ্রহনকারীর সংখ্যা প্রতি দিনই বাড়ছে, নিঃসন্দেহে এটি একটি ভাল দিক। অনলাইনে আবেদন করে সকলকেই টিকা গ্রহনের আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here