স্টাফ রিপোর্টার ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার উপনির্বাচনে জহুরপুর ইউনিয়ন তরুণ লীগের সাবেক সভাপতি ও নৌকার কর্মী খালেদুর রহমান টিটোর হত্যাকারী দিন মোহাম্মাদ দিলু পাটোয়ারী ও নূর মােহাম্মদ পাটোয়ারীসহ সকল খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ও দ্রুত দাবিতে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত এলাকাবাসী ঘটনায় জড়িত আসামীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিােভের আয়োজন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ইন্তাজ উদ্দিন,নিহত খালেদুর রহমান টিটোর বড় ভাই এবং মামলার বাদী বদরুদ্দীন, মশিউর রহমান,আবু সাঈদসহ আরও অনেকে। যশোর জেলা ও দায়রা জজ আদালতে মামলায় আটক আসামীদের জামিনের শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আটক আসামমীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন টিটোর
ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার উপনির্বাচনে সন্ত্রাসীদের হাতে নিহত তরুণ লীগের সাবেক সভাপতি ও নৌকার কর্মী খালেদুর রহমান টিটোর স্ত্রী রুশনারা বেগম। সোমবার বেলা ১২টায় যশোর শহরের একটি বেসরকারি কিনিকে কন্যা সন্তান প্রসব করেন নিহত টিটোর স্ত্রী রুশনারা বেগম। নিহতের ভাই মনিরুজ্জামান জানান,রোববার গভীর রাতে রুুুুশনারার প্রসব যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন রুশনারাকে যশোরের কিংস মেডিকেল সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার বেলা ১২টায় কন্যা সন্তান জন্ম দেন রুশনারা। এটি নিহত টিটোর দ্বিতীয় সন্তান। তার রিফাত(৭) নামের একটি ছেলে সন্তানও রয়েছে। নিহতের বড় ভাই বদরুদ্দীন,শাশুড়ী ফুলজান ও টিটোর মা খাদিজা ঘটনায় জড়িত, দীন মোহাম্মদ দিলু পাটোয়ারী,নূর মোহাম্মদ পাটোয়ারীসহ হত্যাকাণ্ডে জড়িত সকল আসামীর দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করেন।














