মহেশপুরে বিকাশ প্রতারনায় ২৫ হাজার টাকা খোয়া

0
487

সাইফুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহের মহেশপুরে বিকাশ প্রতারকের খপ্পড়ে পড়ে রহিমা খাতুন নামে এক অসহায় দরিদ্র নারীর ২৫ হাজার টাকা খোয়া গেছে। সে বাকোষপোতা গ্রামের নাছিম রেজার স্ত্রী। রহিমা খাতুন জানায়, গত ১২ই ফেব্রুয়ারী সকাল ৯ টার সময় ০১৮২৫-২৪২৬০৬ নাম্বার থেকে রহিমার মোবাইল নম্বারে ফোন করে কলদাতা বলে আমি বিকাশ হাউজ থেকে বলছি, বিকাশ অ্যাপস নবায়নের জন্য আপনার গোপন পিন প্রয়োজন। পিন নাম্বার না বললে বিকাশ নাম্বার বন্ধ হয়ে যাবে। তিনি সরল বিশ্বাসে পিন নম্বরটি দিয়ে দেন। পরে ০১৮৭৫-১২০৯৮২ নম্বর মোবাইলে তার বিকাশে থাকা ২৫ হাজার টাকা ক্যাশ ইন করিয়া লয়। পরে ওই নম্বরে ফোন করলে বন্ধ পান। প্রতারণ চক্র বিকাশের পিন নম্বর কৌশলে জেনে দ্রুত বিকাশ থেকে টাকা উত্তোলন করে মোবাইল বন্ধ করে দিয়েছে। এই ঘটনায় তিনি মহেশপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। যার নং-৬৮৮ তারিখ-১৪/২/২১ইং। মহেশপুর থানার এএসআই রাসেদ জানায়, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here