তালায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী বাস খাদে, ২০ যাত্রী আহত

0
359

কাজী লিয়াকত হোসেন,স্টাফ রিপোর্টার ॥ পাইকগাছা-খুলনা প্রধান সড়কের বুধবার দুপুর তালার ঘোষনগর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ১০ জনকে প্রথমে তালা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাইকগাছা থেকে যাত্রবাহী বাস বরিশাল জ- ১১০০০৬ খুলনা যাওয়ার পথিমধ্যে তালার ঘোষনগর এলাকায় পৌছালে অপর একটি বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের শিশু গাছসহ খাদে পড়ে যায়। এসময় কন্ড্রাকটরসহ যাত্রীদের অন্তত ২০ জন আহত হয়। যাদের ১০ জনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করলে গুরুতর অবস্থায় খুলনার কয়রা উপজেলার তরিকুল ইসলাম (৩৫), আমজেদ শেখ (৫০), তার স্ত্রী আনোয়ারা বেগম(৪২) ও একই উপজেলার রেহানা খাতুন(২৮) কে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক। এসময় বাসের চালক কপোতাক্ষ নদী সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে তালা থানা ও পাইকগাছার কপিলমুনি ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here