খুলনা-যশোরসহ ১৬ নার্সিং ইনস্টিটিউট কলেজ ঘোষণা

0
890

মালেকুজ্জামান কাকা, যশোর : খুলনা-যশোরসহ ১৬টি নার্সিং ইনস্টিটিউটকে কলেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে রয়েছে সাতীরা নার্সিং ইনস্টিটিউটও।
২৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং শিা শাখার উপসচিব ইশরাত জাহান স্বারিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রের স্মারক নম্বরটি হলো ৫৯.০০.০০০.১৪৩.০৬.০২.২০১৭-১৯৪। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকে পাঠানো পত্রে জানানো হয়েছে, গত ২০ জানুয়ারি বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নীতিনির্ধারনী কমিটির সুপারিশ অনুসরণে ১৬টি নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং ও মিডওয়াইফারি কলেজে উন্নীতকরণের ল্েয প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো। শিা ও পেশার মান উন্নয়নে সরকারের এ পদেেপর বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করেছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও শিা) মোহাম্মদ আব্দুল হাই পিএএ। যশোর নার্সিং ইনস্টিটিউটসহ নার্সিং ও মিডওয়াইফারি উন্নীতকরণ অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে, খুলনা নার্সিং ইনস্টিটিউট, সাতীরা নার্সিং ইনস্টিটিউট, ফরিদপুর নার্সিং ইনস্টিটিউট, বগুড়া নার্সিং ইনস্টিটিউট, দিনাজপুর নার্সিং ইনস্টিটিউট, কুমিল্লা নার্সিং ইনস্টিটিউট, নোয়াখালী নার্সিং ইনস্টিটিউট, টাঙ্গাইল নার্সিং ইনস্টিটিউট, কক্সবাজার নার্সিং ইনস্টিটিউট, ফেনী নার্সিং ইনস্টিটিউট, ভোলা নার্সিং ইনস্টিটিউট, গোপালগজ্ঞ নার্সিং ইনস্টিটিউট, নীলফামারী নার্সিং ইনস্টিটিউট, জামালপুর নার্সিং ইনস্টিটিউট ও হবিগঞ্জ নার্সিং ইনস্টিটিউট। নার্সিং ইনস্টিটিউট যশোরের ইনস্ট্রাক্টর ইনচার্জ চায়না খাঁ জানিয়েছেন, কলেজে উন্নীতকরণের ফলে প্রতিষ্ঠানগুলোতে চলমান ডিপ্লোমা কোর্স আর থাকছে না। ডিপ্লোমা কোর্সের পরিবর্তে সরাসরি বিএসসি নার্সিং কোর্সে (বেসিক) ভর্তি হওয়ার সুযোগ পাবে শিার্থীরা। আসছে শিাবর্ষ থেকেই এটি কার্যকর হতে পারে। উর্ধ্বতন কর্তৃপ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার ও পরিচালক (প্রশাসন ও শিা) মোহাম্মদ আব্দুল হাই বিস্তারিত তথ্য দেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here