যশোর কোতয়ালি ও অভয়নগরের ওসি বদলি

0
334

স্টাফ রিপোর্টার : যশোর কোতয়ালি থানা ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে বদলী করা হয়েছে। কোতয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান অভয়নগর থানায় এবং অভয়নগর থানার ওসি তাজুল ইসলামকে কোতয়ালি থানায় বদলী করা হয়েছে। গত মঙ্গলবার জেলা পুলিশ সুপারের এক আদেশে ওই বদলী হয় বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তবে উর্ধতন কোন কর্মকর্তা এই বিষয়ে কোন তথ্য জানাতে পারেননি। পুলিশের একটি সূত্র জানিয়েছে, জেলা পুলিশের স্বাভাবিক কাজকর্মে কিছু রদবদল হয়েছে। তাছাড়া কোতয়ালি থানার ওসির বদলীর সময় হয়ে গেছে। সে কারণে তাকে বদলী করা হয়েছে। এ বিষয়ে অভয়গর থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার এই ধরনের বদলীর সংবাদ শুনেছি। কিন্ত কোন আদেশ হাতে পায়নি। ফলে অফিসিয়ালি কোন মন্তব্য করতে পারছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here