আজ মহেশপুর পৌরসভার নির্বাচন

0
295

জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টাস ঃ আজ ২৮ ফেব্রুয়ারী রবিবার ঝিনাইদহের মহেশপুর পৌরসভার নির্বাচন। এই নির্বচনে যে ৪ জন মেয়র প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহন করছেন। তারা হলেন আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রশিদ খাঁন , বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের প্রার্থী সাবেক মেয়র অ্যড: আমিরুল ইসলাম খাঁন চুন্নু,ইসলামী শ্বাসনতন্ত্র আন্দলনের তাহাবুর রহমান ও স¦তন্ত্র প্রার্থী জি.টি.ভির ষ্টাফ রিপোটার সাংবাদিক গোলাম মোস্তফা কিরণ, ৯টি ওয়াডে সংরক্ষিত মহিলা আসনে ১১জন এবং সাধারণ কাউন্সিলর ৩৯ জন প্রতিদন্দিতা করছেন । এই পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৪৫০ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১০২ জন এবং মহিলা ভোটার ১১ হাজার ৩৪৮জন। ১১ টি কেন্দ্্ের এসব ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন । ১৮৬৯ সালে এই পৌরসভা টি প্রতিষ্ঠিত হয় । এটি যৌথ ভাবে বাংলাদেশের ২য় পৌরসভা ১৯৯৬ সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নিত হয়। এর আয়তন ২১ দশমিক ৩৫ বর্গ কিলোমিটার ।উল্লেখ্য এই পৌরসভায় ইভিয়েমের মাধ্যমে ভোট হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here