নড়াইলের নবাগত এসপি প্রবীর কুমার রায়ের বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন

0
277

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় পিপিএম (বার)। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছু সময় নীরবতা পালন করেন। এর আগে’৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। অতঃপর পুলিশ সুপার, নড়াইল মহোদয় সমাধি সৌধের পরিদর্শন বইয়ে স্বার করেন। এ সময় খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার নবাগত এসপি কে এম আরিফুল হক, কুষ্টিয়া জেলার নবাগত এসপি মোঃ খাইরুল আলম পৃথকভাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here