যশোরেও জাতীয় ভোটার দিবস পালিত

0
271

নিজস্ব প্রতিবেদক : ‘বয়স যদি আঠারো হয়- ভোটার হতে দেরি নয়’ এ প্রতিপাদ্যে সারাদেশের সাথে একযোগে যশোরেও পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। সিনিয়র জেলা নির্বাচন কমিশন যশোর কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে কালেক্টরেট চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এতে অংশগ্রহণকারীরা ‘বয়স যদি ১৮ হয়; ভোটার হতে আর দেরি নয়, নিজে ভোটার হউন; অন্যকে ভোটার হতে উৎসাহিত করুন, সঠিক তথ্য প্রদান করে নির্ভূল ভোটার তালিকা প্রণয়নে সহায়তা করুন, ভোটার হউন; জাতীয় পরিচয়পত্র গ্রহণ করুন, এমন প্লাকার্ড বহন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা ওয়াহিদা আফরোজ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি প্রণব দাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় ভোটার দিবসের সেবা কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে ১২৮ জন ছবিসহ নতুন ভোটার নিবন্ধন করে বায়োমেট্রিক (দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ) সম্পন্ন করা হয়। এছাড়া হারিয়ে যাওয়া জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধনসহ অর্ধশতাধিক ডুপ্লিকেট কার্ড ইস্যু এবং ৬০টি তার স্মার্টকার্ড প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here