নওয়াপাড়া অফিস : অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. স্বাগত দাশ রোগের পরীক্ষার জন্য নিজের মালিকানা প্রতিষ্ঠান পালস্ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রোগী পাঠান বলে অভিযোগ উঠেছে। স্বাগত দাশের চেম্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০৪ নং কক্ষ। রোগী দেখা কালিন সেখানে বসে থাকেন মো: রফিক নামে বহিরাগত এক ব্যক্তি। রফিক হাসপাতালের রোগীদের পালস্ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টরের কার্ড ধরিয়ে দিয়ে থাকেন।
স্থানীয়দের এমন অভিযোগের ভিক্তিতে ডাঃ স্বাগত দাশ এর সাথে কথা হয়।তিনি সাংবাদিকদের বলেন, রফিক আমার সহযোগী। অন্য প্রতিষ্ঠান থেকে পালস্ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ভাল রিপোর্ট দেওয়া হয়। রোগীরা জানতে চায় কোথায় ভালো রির্পোট হয়, তখন রফিক ওই সব রোগীদের আমার পালস্ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ঠিকানার কার্ড ধরিয়ে দেয়। তাছাড়া ভালো রির্পোটের জন্য তাদের কোথাও না কোথাও যেতে হবে, তার থেকে আমার ওখানে যাক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাহমুদুর রহমান রিজভি বলেন, এ ধরনের কাজ করলে সেটা অপরাধযোগ্য। আমি সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। জেলা সিভিল সার্জন আবু শাহীন বলেন- এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ আমার কাছে আসেনি। লিখিত অভিযোগ পেলে আমি অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।














