কারাভোগ শেষে ফিরলেন ভারতীয় নাগরিক

0
406

চুয়াডাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশে এক বছর কারাভোগ শেষে জিতেন্দ্রর দাস (৪২) নামে এক ভারতীয় নাগরিককে তার দেশে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টের জিরো পয়েন্টে এ হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। জিতেন্দ্রর মা মিয়াকা দেবী উপস্থিত থেকে তার ছেলেকে বুঝে নেন। বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফ, ইমিগ্রেশন ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়। বিজিবি ও ইমিগ্রেশন সূত্রে জানা যায়, জিতেন্দ্রর বিহার রাজ্যের ভাগলপুর জেলার উস্ত গ্রামের সিতারাম দাসের ছেলে। বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে ২০১৭ সালের ২৩ নভেম্বর তিনি নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের হাতে ধরা পড়েন। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে তার এক বছর জেল হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here