কুয়াদায় মানব পাচারকারী আজিজের নির্যাতন স্বীকার আসাদের স্ত্রী থানায় অভিযোগ

0
341

কুয়াদা (যশোর) প্রতিনিধি॥ যশোর মনিরামপুর উপজেলার ৩নং ভোজগাতী ইউনিয়নের জামজামী গ্রামের মৃত: জবেদ আলী ছেলে আসাদুর রহমান ২৫ ফেব্রুয়ারি ৩জনকে আসামী করে মনিরাপুর থানায় এ অভিযোগ করছেন। আসামীরা হলেন, একই গ্রামের মৃত. মোজাম গাজীর ছেলে শীর্ষ আদম ব্যাপারী আজিজ গাজী (৫০), একই গ্রামের আজিজ গাজীর ছেলে শীর্ষ সন্ত্রাসী রানা (২৫), একই গ্রামের আজিজ গাজীর ছেলে রনি (২০)কে দায় করে অভিযোগ করেন। পূর্বের শত্রুতার জের ধরে প্রায় সময় আসাদের পরিবারের লোকেদের ভয়ভিতি খুন জখমের হুমকি দিয়ে আসছে। গত ২৪ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে আসাদুর রহমান বাড়িতে না থাকায় সেই সুবাদে আসাদের স্ত্রী হেলেনা বেগম (৪২) ও ছেলে জসীম (১৮) কে অভিযোগের আসামীরা মা-বোন তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আসাদের স্ত্রী অকথ্য ভাষায় গালী নিষেধ করাতে তার ধারাবাহিকতায় সন্ত্রাসী রানাসহ এলাকার আলোচিত মানব পাচারকারী আজিজের নির্দেশে বাশের লাঠি, লোহার রড দিয়া বেপরোয়া মারপীট করে। স্থানীয় সূত্রে যানা যায়, আসামী রানা ও রনি আসাদুলের স্ত্রী শ্লীলতহানি ঘটায় ও আসাদুরের স্ত্রী হেলেনা বেগমের গলায় ১ভরি স্বর্ণের চেইন যার মূল্য ৭০ হাজার টাকা জোর করে টেনে হেচড়ে ছিড়ে নিয়ে যায়। এলাকাবাসী সূত্রে আরো জানাযায় আসদুরের ঘরে শোকেজের ড্রয়ারের মধ্যে নগদ ২ লক্ষ ২০ হাজার টাকা লুট করে নেয়। সূত্রমতে আরো জানা যায়, আদম ব্যাপারী আজিজের বিরুদ্ধে বিগত কয়েকদিন আগে আপন ভাইজি লিপির সাথে ৪ লক্ষ ১০ হাজার টাকা প্রতরাণ করা সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল হয়। এলাকাবাসী ক্ষোভ সৃস্টি করে বলছেন, আদম ব্যাপারী আজিজের খুঁটির জোর কোথায়? দেখার কি কেউ নেই? সূত্রমতে আরো জানায়ায়, মনিরামপুরসহ এলাকার কিছু কুচক্র মহল প্রভাষশালী রজনৈতিক ছত্র ছায়ায় আজিজের এই কুকর্ম চালিয়ে যাওয়ার বিস্তর অভিযোগ রয়েছে। এবিষয়ে এলাকার সচেতন মহল আজিজ ব্যাপারী আজিজ গং এর ব্যাপারে প্রশাসানের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দ্রুত আইনগত ব্যবস্থা নিতে আসু হস্তক্ষেপ করেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here