মাগুরায় “নিগড়” এবং “ইচ্ছে ঘুড়ি”র প্রকাশনা উৎসব

0
298

সাব্বির হিমু,মাগুরা প্রতিনিধি : মাগুরায় শুক্রবার ঔপন্যাসিক মমতাজ বেগমের নতুন মলাটে ‘নিগড়’ এবং শিশু সাহিত্য ‘ইচ্ছে ঘুড়ি’ উপন্যাসের মোড়ক উন্মোচন করা হয়েছে। বিকালে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে এ প্রকাশনা উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু , সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু ও অন্বেষা প্রকাশনার প্রকাশক শাহাদাত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বই দুটির নানা দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন। এর আগে মাগুরা আর্দশ বির্তকের শিল্পীরা উপন্যাসের বিভিন্ন চরিত্র নিয়ে আবৃত্তি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here