কয়রায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

0
332

কয়রা (খুলনা) প্রতিনিধি : “করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে খুলনার কয়রা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২১ পালিত হয়েছে। ৮ মার্চ সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ কাজী মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এসময় তিনি বলেন,উন্নয়নের গতিধারায় কৃষি, শিল্প- কারখানা, অবকাঠামোগত নির্মাণ, অফিস-আদালতসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলোতে কর্মমতায় নারীরা অগ্রণী ভূমিকা রাখছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,কপোতা মহাবিদ্যালয়ের অধ্যা অদ্রিস আদিত্য মন্ডল,কয়রা সদর ইউপি চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবির,প্রধান শিক খায়রুল আলম,ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মনতোষ কুমার মধু, কে এম এস এসের ম্যানেজার বজলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here