চুকনগরে সম্মিলিত পরিষদের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২য় খেলা অনুষ্ঠিত

0
454

কোমল রাহা,স্টাফ রিপোর্টার : চুকনগরে কৃতি ফুটবলার মরহুম মোস্তাক বিশ্বাস স্বরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় খেলায় অনুষ্ঠিত হয়।১০ ই মার্চ রোজ বুধবার বিকাল ৪ঘটিকায় চুকরগর রয়েল স্পোটিং কাব মাঠে, চুকনগর সম্মিলিত পরিষদের আয়োজনে কৃতি ফুটবলার মরহুম মোস্তাক বিশ্বাস(মিঠুর) স্বরণে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টর দ্বিতীয় খেলায় অংশ গ্রহন করেন হাসানপুর সমাজকল্যান কেন্দ্র ও রংপুর কালীবাটী ইউনাইটেড কাব ।উক্ত খোলায় নির্ধারিত সময়ের ২-২ গোলে ড্র খেলা হয় ।অতিরিক্ত সময় শেষে খেলা গড়ায় ট্রাইবেকারে।ট্রাইবেকারে ৫-৩ গোলে রংপুর কালীবাটী ইউনাইটেড কাব,হাসানপুর সমাজকল্যান কেন্দ্র কে পরাজিকরে জয় লাভ করে ।খেলা পরিচালনা করেন সরদার নাজমুল বারি।গ্রাম বাংলা চির পরিচিত ফুটবল খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রচুর দর্শক আগমন ঘঠে ।খেলা পরিচালনা কমিটি সামাজিক দ্বুরত্ব ও স্বাস্যবিধি বজায় রেখে সুষ্ট ভাবে খেলা পরিচালনা করনে। উক্ত খেলায় উপস্থিত ছিলেন চুকনগরে সম্মিলিত পরিষদের সভাপতি সরদার রবিউল ইসলাম রবি, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহাবুল কালাম মিতু,সরদার আজাহারুল ইসলাম,ফাইমুল ইসলাম জনি, জাকির হোসেন মিলটন,মেহেদী হাসান বাবলু,প্রশান্ত রায়,নির্মল আর্চয্য,মো:জানিমুল ইসলাম,হাসানুর জামান,নির্মল নন্দী, শিমুল হোসেন,আলমাস শাকিল,শেখর শীল প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here