মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ আলোকিত সমাজ গড়ার অঙ্গিকার নিয়ে,সুন্দর সমাজ বিনির্মাণে,সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের শিার মাধ্যমে মূলস্রোতে ফেরাতে মহেশপুরে ‘বন্ধন পাঠশালা’। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মীর্জাপুর গ্রামে ২০১৩ বন্ধন পাঠশালাটি প্রতিষ্ঠা লাভ করে। আলোকিত সমাজ গড়ার অঙ্গিকার নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিক পর্যায়ে শিার্থীদের ঝরে পড়া রোধ করতে, বিদ্যালয়ে শতভাগ শিার্থীদের উপস্থিতি নিশ্চিত করন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করে বিদ্যালয় মুখীকরন, মানসম্মত শিা নিশ্চত করনে বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে সচেতন করে আলোকিত সমাজ গড়ার জন্য “বন্ধন পাঠশালা”র মাধ্যমে শিার আলো ছড়িয়ে দিচ্ছে এই পাঠশালার রিয়াজ, জাহিদ, হাসান, রিপন, বুরহানসহ ১৫ সদস্য। যাদের চোখে আলোকিত সমাজ গড়ার স্বপ্ন। তরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আলোকিত সমাজ গড়ার জন্য। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মিলে ২০/২৫ জন শিার্থী নিয়ে তাদের শিা কার্যক্রম শুরু হলেও এখন শিার্থীর সংখ্যা ৬০/৭০ জন। এরা সবাই আশপাশের প্রাথমিক বিদ্যালয়ের শিার্থী। ১ম ও ২য় শ্রেণির শিার্থী ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর শিার্থীরাও তাদের সেবাসমুহ পাচ্ছে। এখানে যেসব শিক সুবিধা বঞ্চিত ও দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের বিনামূল্যে পাঠদান করাচ্ছেন তারা উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ৭ জন শিার্থী। শিার্থীদের উৎসাহ প্রদানে কুইজ প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা,কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বন্ধন পাঠশালার সভাপতি রিপন হোসেন বলেন, এখানে যেসব শিার্থী পড়তে আসে সবাই দরিদ্র পরিবারের সন্তান। কারো নেই বাবা কারো নেই মা। অনেকের অভিভাবক অশিতি। ছেলেমেয়েদের পড়াতে পারে না। অন্যান্য শিার্থীদের থেকে তারা অনেকটা পিছিয়ে পড়ে। আমার তাদেরকে বিনামূল্যে পাঠদান দিয়ে যাচ্ছি, তারা যেন প্রাথমিক বিদ্যালয় থেকে ঝড়ে না পড়ে।















